ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পশ্চিম জোর কানন ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন
Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM, Update: 19.10.2022 12:54:44 AM
পশ্চিম জোর কানন ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন প্রদীপ মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোর কানন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সুয়াগঞ্জ টি আই হাই স্কুল এন্ড কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পশ্চিম জোরকানন ইউনিয়ন আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস মিয়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু,দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাসুম হামিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পশ্চিম জোড় কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ্ হাসু, সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, অর্থমন্ত্রীর পিও মিজানুর রহমান,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম , সহ - প্রচার সম্পাদক মমিনুল ইসলাম,,যুবলীগ নেতা মমিনুল ইসলাম লিটন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আবদুল করিমকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল মালেক ,সাংগঠনিক সম্পাদক (১) ইসলাম হোসেন দিলীপ , সাংগঠনিক সম্পাদক (২)জাফর আহাম্মদ কে নির্বাচিত করা হয়। এ কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।