ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি সফরে নেপালের ৩০ শিক্ষার্থী
Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলা সফরে এসেছেন নেপালের ৩০ জন শিক্ষার্থী। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের অনুরোধের প্রেক্ষিতে তারা এ সফরে আসেন।
মঙ্গলবার দিনব্যাপী নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, “পদ্মা কন্যা মাল্টিপল ক্যাম্পাস কলেজের” ৩০জন শিক্ষার্থী, শিক্ষা সফরে দাউদকান্দি উপজেলা পরিষদ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্লাবনভূমিতে মৎস্য চাষ এবং সোনালী আঁশ ফ্যাক্টরি ঘুরে দেখেন।
এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদ আল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান হাবিব, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
সফরকালে দাউদকান্দি মানুষের আতিথেয়তায় মুগ্ধ নেপাল থেকে আহত শিক্ষার্থীরা।