Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM, Update: 19.10.2022 12:55:10 AM

স্টাফ
রিপোর্টার। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফেডারেশন অব এনজিওস ইন
বাংলাদেশ ( এফএনবি)’র কুমিল্লা জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ৩
টায় বুরো বাংলাদেশ মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কুমিল্লার কার্যালয়ে এই কমিটি
গঠন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফএনবির কোর্ডিনেটর নিমাই মন্ডল।
১১
সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে বুরো বাংলাদেশের বিভাগীয়
ব্যবস্থাপক মীর মুকুল হোসেন। সহ-সভাপতি হলেন আবেদা ফাউন্ডেশনের নির্বাহী
পরিচালক মোঃ মোরশেদ আলম ভুইয়া, সাধারণ সম্পাদক ব্রাকের জেলা সমন্বয়ক জিয়া
উদ্দিন, কোষাধ্যক্ষ করা হয়েছে টিএমএসএস’র জোনাল ম্যানেজার খ.আ.ছ.মোঃ
ছায়েম,নির্বাহী সদস্যরা হলেন গ্রীমন উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এন্ড
সিইও সুলতান মোহাম্মদ ইউছুফ, এসএসএস’র জোনাল ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম,
পপি’র প্রোগ্রাম ম্যানেজার মাধব দাস, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক
ব্যবস্থাপক মোঃ রাজু মিয়া, আশা’র ডি.এম কাউছারুল ইসলাম, জাগরণী চক্র’র
জেডএম লুৎফুর রহমান ও প্রকাস এর নির্বাহী পরিচালক মারুফ আলম ভুইয়া।