ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডে শেখ রাসেল দিবস উদযাপিত
Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM, Update: 19.10.2022 12:55:06 AM
বার্ডে শেখ রাসেল দিবস উদযাপিত গতকাল ১৮ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। বার্ড মডেল স্কুল প্রাঙ্গনে সকাল ১০টায় শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়। এরপর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ শেখ রাসেলের জীবনের উপর এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ড মডেল স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা শহীদ শেখ রাসেলের জীবনের বহুমুখী দিক তুলে ধরে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। তিনি শিশুবান্ধব উন্নত বাংলাদেশ বিনির্মানে সকলের অবস্থান থেকে কাজ করতে উদাত্ত আহ্বান জানান । আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) মিলন কান্তি ভট্টাচার্য্য। সভাপতি মহোদয় তার বক্তব্যে শেখ রাসেলের চরিত্রের সরলতা , বিনয়তা আর পরোপকারী মনোভাবের বিষয়টির উপর আলোকপাত করেন। এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলার পুরস্কার বার্ডের মহাপরিচালক মহোদয়, পরিচালক (প্রশাসন) মহোদয় এবং পরিচালক (প্রশিক্ষণ) মহোদয় বিজয়ী ও বিজিত ছাত্র-ছাত্রীদের মাঝে প্রদান করেন। তারপর কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।সভায় আমন্ত্রিত অতিথি,বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কাজী রাবেয়া , সহকারী শিক্ষক , বার্ড মডেল স্কুল।