Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM, Update: 19.10.2022 12:55:20 AM

নিজস্ব
প্রতিবেদক: শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা
সভা ও পুরষ্কার বিতরণীসহ নানা আয়োজনে কুমিল্লায় শেখ রাসেল দিবস পালিত
হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা
সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক ) মোহাম্মদ শাহাদাত হোসেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের
সহযোগিতা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) খন্দকার
আশফাকুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মোশারফ হোসেন, জেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান,গনপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী
প্রকৌশলী মীর রাশেদুল করীম,ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরীসহ
অন্যান্যরা।
আলোচনা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
এর
আগে সকালে জেলা প্রশাসক কাযালয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অর্পণ শেষে একটি র্যা লী বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যা
লীতে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অর্পণা বৈদ্য, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক ) মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা সমাজ সেবা কাযালয়ের
উপ-পরিচালক জেড এম মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের
কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।