Published : Wednesday, 19 October, 2022 at 12:00 AM, Update: 19.10.2022 12:55:31 AM

চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের নুরুল আমিন(২২) নামের এক যুবক ১ বছর ২
মাস ধরে নিখোঁজ রয়েছে। নুরুল আমিন উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা
গ্রামের হোরন আলীর পুত্র। তাঁর শোকে মা জাহেদা বেগম ও বাবা হোরন আলী
কান্নাকাটি করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছেন। এ ঘটনায় নুরুল আমিনের
ভাই রুহুল আমিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরিতে
রুহুল আমিন উল্লেখ করেন, নুরুল আমিন ২০২১ সালের ১৯ আগস্ট গাজীপুরের টঙ্গী
পশ্চিম থানা এলাকার হোসেন মার্কেটের অনন্য টেইলার্স এ কাজ শেষে বাসার
উদ্দেশ্যে রওয়ানা করে আর ফিরেনি। পরে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে
খোঁজাখুজি করেও নুরুল আমিনের সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার নুরুল আমিন
নিখোঁজের ১ বছর ২ মাস পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত তাঁর খোঁজ পায়নি পরিবার।
এদিকে
নুরুল আমিনকে খুঁজে পেতে প্রশাসনের নিকট জোরদাবি জানিয়েছেন তাঁর মা জাহেদা
বেগম, বাবা হোরন আলী ও ভাই রুহুল আমিনসহ স্বজনরা। কেউ তার সন্ধান পেয়ে
থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে।