বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার নিয়ে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা। খুব শিগগির একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন লঞ্চ করতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপের বিজনেস গ্রাহকদের জন্য আসছে এই ফিচার।
যদিও বিনামূল্যে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। তবে নির্দিষ্ট কয়েকটি ফিচার শুধুমাত্র প্রিমিয়াম সাবস্ক্রিপশনের গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। এখন অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের বিটা গ্রাহকরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহারের সুযোগ পাচ্ছেন। শিগগির সব গ্রাহকের জন্য এই ফিচার নিয়ে আসবে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি।
এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপই একমাত্র অ্যাপ ছিল যা ব্যবহারকারীগণ কোনো ধরনের এড দেখা বা সাবস্ক্রিপশন প্ল্যান ছাড়া ব্যবহার করতে পারতেন। প্রিমিয়াম ব্যবহারকারীরা নানান সুবিধা পাবেন। অন্যদের তুলনায় কিছু বেশি ফিচার ব্যবহারের সুযোগ পাবেন তারা।
প্রিমিয়াম সাবস্ক্রাইবারবা ভিডিও কলে ৩২জন একসঙ্গে অংশ নিতে পারবে। আপনি একইসঙ্গে ৪টির বেশি ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এমনকি ১০টি পর্যন্ত ডিভাইসে লগইন রাখার সুযোগ পাবেন। এমনকি আপনার ওয়েবসাইটের লিঙ্কও যোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ এর এই ফিচার গুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা স্থাপন করবে।
তবে সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য কত হবে সেবিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো কিছু জানায়নি। এছাড়াও হোয়াটসঅ্যাপ আরও অনেক ফিচার আনতে চলেছে সামনে। এরমধ্যে সবচেয়ে বেশি যে ফিচার নজর কেড়েছে তা হচ্ছে একসঙ্গে ১০২৪ জন যুক্ত হতে পারবে এক গ্রুপে।
সূত্র: ডব্লিউবিটাইনফো