ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লড়াইয়ে ফিরল ক্যারিবীয়রা
Published : Thursday, 20 October, 2022 at 12:00 AM
স্কটল্যান্ড বড় একটা ধাক্কা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার লড়াইয়ে হারিয়েছিল ৪২ রানে। ওই ধাক্কা দ্বিতীয় ম্যাচে সামলে নিয়েছে দু’বারের টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের বড় জয় পেয়েছে তারা।
হোবার্টে টস জিতে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রত্যাশা মিটিয়ে রান তুলতে পারেনি। সিকান্দার রাজার স্পিন জালে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে ১৫৩ রান। দলের পক্ষে ৩৬ বলে দুই ছক্কা ও তিন চারে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জনসন চার্লস।
অন্য ওপেনার কাইল মেয়ার্স ১২ বলে ১৩ রান যোগ করেন। ২৮ রানের জুটি দিয়ে সাজঘরে ফেরেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বলে ১৫ রান যোগ করেন। এছাড়া মিডল অর্ডারে রোভম্যান পাওয়েল ২৮ রান ও লোয়ার অর্ডারে আকিল হোসাইন ২৩ রান যোগ করে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।
জবাব দিতে নেমে শুরু খারাপ করেনি জিম্বাবুয়ে। রেভিস চাকাভা ঝড়ো শুরু করেন। দলের ২৯ রানে ব্যক্তিগত ১৩ রানে তিনি ফিরে যান। কিন্তু তিনে নামা টনি মুনুঙ্গা ও চারে নামা শন উইলিয়ামস ব্যর্থ হয়ে পরপর ফিরে যান। ওপেনার ওয়েলসলি মেধেভেরে ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৭ রান করেন। চতুর্থ ব্যাটার হিসেবে দলীয় ৫৮ রানে আউট হন।
ওই ধাক্কা সামাল দিতে হতো সিকান্দার রাজার। কিন্তু এই ম্যাচে তিনি ব্যর্থ হন। ফিরে যান ১৪ রান করে। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি জিম্বাবুয়ে। রায়ান বার্ল ১৭ ও লুক জনজি ২২ বলে ২৯ রান করে কেবল দলের হারের ব্যবধান কমিয়েছেন। অলআউট এড়াতে পারেননি। ১৮.২ ওভারে ১২২ রানে থামে জিম্বাবুয়ে।
ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার আলজারি জোসেপ ও জেসন হোল্ডার ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। জোসেপ ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ১৬ রান। হোল্ডার ৩.২ ওভারে ১২ রানে নিয়েছেন ৩ উইকেট। জিম্বাবুয়ের হয়ে রাজা ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে দুই ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। সুপার টুয়েলভের সুরাহা হবে তাই শনিবার।