সিংহাসনে ফিরলেন সাকিব
Published : Thursday, 20 October, 2022 at 12:00 AM
সেপ্টেম্বরেই
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার হয়েছিলেন সাকিব আল হাসান। পরে
মোহাম্মদ নবির কাছে সিংহাসন হারিয়েছিলেন। ত্রিদেশীয় সিরিজে দল ভালো না
করলেও ব্যক্তিগত নৈপুণ্যে আবার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন
বাংলাদেশ অধিানায়ক। এতদিন দুইয়ে থাকা সাকিব একধাপ এগিয়েই শীর্ষে উঠেছেন। আর
আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি নেমে গেছেন দুই নম্বরে।
বলা চলে
শীর্ষস্থান নিয়ে সাকিব আল হাসান ও মোহাম্মদ নবির মধ্যে প্রতিযোগিতা চলছে।
একবার সাকিব এগিয়ে যানতো আরেকবার নবি। গত সেপ্টেম্বরে তাকে হটিয়েই
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরূদ্ধার করেছিলেন সাকিব। আরব আমিরাতের বিপক্ষে
টি-টোয়েন্টি সিরিজ না খেলার কারণে ফের নবির কাছে শীর্ষস্থান হারান। তবে
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ করায়
সেখানে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব
ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে ভালো করেছেন। এই মুহূর্তে অলরাউন্ডারদের
র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং ২৬৬। ২০ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে নবি। তার
রেটিং ২৪৬। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল কোন ম্যাচ না জিতলেও সাকিব ১৫৪
রান করেছেন ১৫০.৯৮ স্ট্রাইকরেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের
ইনিংস ছাড়াও পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন।
এদিকে,
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ
রিজওয়ান। বোলারদের র্যাঙ্কিংয়েও পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার পেসার জশ
হ্যাজলউড আছেন র্যাঙ্কিংয়ের এক নম্বরে।