Published : Thursday, 20 October, 2022 at 12:00 AM, Update: 20.10.2022 12:14:09 AM

চলতি
বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত
হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ বছর মারা গেলেন ১০৬ জন। গত ২৪ ঘণ্টায়
হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৬৪ জন। বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য
অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য
থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫৬৫ জন ঢাকার
এবং ঢাকার বাইরে ২৯৯ জন। আর এই মাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১০ জন। এ
বছর এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৯০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য
অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩
হাজার ৩০৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ২৪৭ জন, আর
বাকি ১ হাজার ৫৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন
পর্যন্ত ২৭ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯২
জন।