Published : Thursday, 20 October, 2022 at 12:00 AM, Update: 20.10.2022 12:14:25 AM

তানভীর দিপু:
কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৬ জন ডেঙ্গু রোগী। এই হাসপাতালে
ডেঙ্গুরোগীদের জন্য আলাদা একটি কর্নার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন। তিনি জানান, যারা
পরীক্ষা করে পজেটিভ শনাক্ত হয়েছেন তাদেরকেই হাসপাতালে ভর্তি নেয়া হয়েছে।
সবচেয়ে বেশি রোগী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার। গত সোমবারে হাসপাতালে
ভর্তি ছিলো ৩৫ জন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কখনো বাড়ছে
কখনো কমছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র বলছে,
এপর্যন্ত অনেক রোগী এসেছেন ডেঙ্গু সন্দেহে চিকিৎসা নিয়ে গেছেন। যারা
চিকিৎসা নিয়ে গেছেন তাদের বেশির ভাগই পরীক্ষা না করিয়েই হাসপাতালে এসেছেন।
যাদের অবস্থা গুরুতর তারা ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, আর যারা অল্প অসুস্থ
তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই
ঢাকা কিংবা অন্য শহর থেকে এসে গুরুতর অসুস্থ হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসা নিয়ে গেছেন।
কুমিল্লার সাবেক সিভিল সার্জন ও কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন, কুমিল্লা মানুষের
ডেঙ্গু পরীক্ষা করায় অনীহা রয়েছে। টানা তিন দিন জ্বর হলে অনেকেই ঔষধ খেয়ে
কাটিয়ে দিচ্ছেন- কিন্তু ডেঙ্গু মূলতঃ জ্বর ছাড়লেই আরো বেশি ভয়ংকর হয়ে উঠে।
জ্বরের সাথে মাথা ব্যাথা, শরীর ব্যাথা, বমি ভাব হলেও ডেঙ্গু পরীক্ষা করা
উচিত। এবার নতুন উপশমও আছে অনেকের জ্বরের সাথে পাতলা পায়খানাও রয়েছে।
তিনি
আরো বলেন, কুমিল্লার বেশির ভাগ ডেঙ্গু কেইসই ইম্পোর্টেড। অনেকেই ঢাকা থেকে
আক্রান্ত হয়ে এসেছে।কিন্তু কুমিল্লায় এডিস মশা আছে- যারা আক্রান্ত হয়ে
আসছে তারা কুমিল্লার এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ছড়াতে পারেন। তাই আমাদের
সবাইকে সচেতন হতে হবে যেন- কুমিল্লায় ডেঙ্গু ছড়িয়ে না পরে।
কুমিল্লা
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন
যারা তারা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। কুমিল্লা এখনো কেউ ডেঙ্গু আক্রান্ত
হয়ে মৃত্যু বরন করেনি। ডেঙ্গু নিয়ে আমাদের সকল প্রস্তুতি রয়েছে।
কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন জানান, কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। আমাদের পর্যাপ্ত
পরীক্ষাকীট রয়েছে। সংক্রমিত সন্দেহে যে কেউ কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালে এসে পরীক্ষা করাতে পারেন।