ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নাওয়াজের শট মাথায় লেগে হাসপাতালে শান মাসুদ
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
অনুশীলনের সময় সতীর্থ মোহাম্মদ নাওয়াজের জোরাল শটে মাথায় আঘাত পেয়েছেন শান মাসুদ। সতর্কতার অংশ হিসেবে স্ক্যান করার জন্য পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যানকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আঘাত খুব একটা গুরুতর মনে হয়নি।
চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে পাকিস্তান। সেখানেই মাথায় আঘাত পেয়েছেন মাসুদ। নেটে আগ্রাসী ব্যাটিংয়ের অনুশীলন করছিলেন নাওয়াজ। প্রায় প্রতিটি বলেই উড়িয়ে মারছিলেন তিনি।
নেটের ঠিক বাইরে প্যাড পরে বসে ছিলেন মাসুদ। তবে ব্যাটিংয়ে না থাকায় হেলমেট পরা ছিল না তার। নাওয়াজের একটি শট সজোরে এসে আঘাত হানে মাসুদের মাথার ডান দিকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।
তাৎক্ষণিকভাবে দৌড়ে আসে পাকিস্তানের মেডিকেল টিম। তাদের সহায়তায় কিছুক্ষণ পর উঠে বসেন মাসুদ। প্রাথমিকভাবে করা কনকাশন পরীক্ষায় কোনো সমস্যা দেখা যায়নি। পুরোপুরি সজ্ঞানেই ছিলেন তিনি। পরে নিজ পায়ে হেঁটেই মাঠের বাইরে যান মাসুদ।
তবে ঝুঁকি না নিতে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে তার মাথার স্ক্যান করানো হবে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানাবে পিসিবি।