ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বের ম্যাচ বাকি আর দুটি। এরপর শুরু মূল পর্ব। সেই রোমাঞ্চের শুরুটা ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে। সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এবং ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে জল ঢেলে দিতে পারে বৃষ্টি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের বরাত দিয়ে বৃহস্পতিবার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত সিডনি ও মেলবোর্নে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আছে।
আগামী শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত আসরের রানার্স-আপ নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে অনেক আগেই।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। সঙ্গে বজ্রপাতও হতে পারে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা আছে ৯৫ শতাংশ, যা হতে পারে বিকেলে এবং সন্ধ্যায়। সেই সঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ দিন ৪ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় দুপুর দুইটায়)। এই ম্যাচের টিকেট ছাড়ার পর নিমিষেই শেষ হয়ে যায়। এমনকি বাড়তি ‘স্ট্যান্ডিং রুম’ টিকেটও ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ম্যাচটি দেখতে মেলবোর্নে উপস্থিত হতে পারেন ১ লাখের কাছাকাছি দর্শক।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, হোবার্টেও বৃষ্টি হতে পারে। যেখানে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের প্রাথমিক পর্বের শেষ দুটি ম্যাচ আছে। এখানেই আগামী সোমবার নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সপ্তাহের বাকি সময়ে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আছে ৬০ শতাংশ।
বিশ্বকাপে সেমি-ফাইনাল ও ফাইনাল ছাড়া কোনো ম্যাচে রিজার্ভ ডে নেই। নিয়ম অনুযায়ী, ফল আনতে হলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ হতে হবে।