ইতিহাস গড়া জয়ের পর বাংলাদেশের গ্রুপে জিম্বাবুয়ে
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
রোমাঞ্চকর হয়ে দাঁড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ‘বি’ গ্রুপের খেলা। সব দলেরই পরের রাউন্ডে যাওয়ার সমান সুযোগ ছিল। প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেরও বিজয়ী দলের টিকিট কাটার কথা সুপার টুয়েলভের। সহজ সমীকরণ মাথায় নিয়ে জিম্বাবুয়ে প্রত্যাশিত জয়টাই পেয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। তাদের ৫ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে মূল পর্ব তথা সুপার টুয়েলভ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম জিম্বাবুয়ে দ্বিতীয় পর্বে খেলার গৌরব অর্জন করলো।
যেহেতু গ্রুপ সেরা হতে শ্রেয়তর রান রেট পেতে বেশি বল হাতে রেখে খেলা প্রয়োজন। জিম্বাবুয়ে সেটা করেছেও ৮ বল হাতে রেখে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে +০.২০০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা তারাই। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে সুপার টুয়েলভে যাওয়া আইরিশদের রান রেট +০.১৬২।
গ্রুপ সেরা হওয়ায় জিম্বাবুয়ে খেলবে গ্রুপ দুইয়ে। সেখানে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
১৩৩ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়ে অবশ্য শুরুতে ভীষণ ধুকঁছিল। ৪২ রানে পড়ে তৃতীয় উইকেট। অবস্থা এমন দাঁড়ায় যে ১০ ওভারেও স্কোর ছিল মাত্র ৫৫। তখন ওভার প্রতি প্রয়োজন পড়ে ৭.৮০। তার পর ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার বিস্ফোরক জুটিই জয়ের পথে তুলেছে তাদের। তারা ৪৩ বলে ৬৪ রান যোগ করেছেন। জয়ের কাছাকাছি থাকা অবস্থায় ১৫তম ওভারে রাজা ফেরেন দলীয় ১০৬ রানে। তার পরেও সমস্যা হয়নি। বিদায় নেওয়ার আগে ঠিকই নিজের চেনা বিস্ফোরক ব্যাটিং উপহার দিয়েছেন। ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় করেছেন ৪০। অধিনায়ক আরভিন আরেকটু লড়াইয়ে চালিয়ে ১৭তম ওভারে ফেরেন সর্বোচ্চ ৫৮ রানে। তার ৫৪ বলের ইনিংসে ছিল ৬টি চার। তার পর মিল্টন শুম্বা ও রায়ান বার্ল মিলে ১৮.৩ ওভারে নিশ্চিত করেন জয়।