
পুঁচকে
স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু
করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় পায় দুইবারের
চ্যাম্পিয়নরা। শুক্রবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে
হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। এক সময়ের অজেয় উইন্ডিজ দল
এবার বিশ্বকাপের মূল পর্বেই উঠতে পারল না।
হোবার্টে আইরিশদের কাছে ৯
উইকেটে হেরেছে নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের দেওয়া ১৪৭ রানের
লক্ষ্যে আইরিশরা পৌঁছে যায় ১৫ বল হাতে রেখেই। ওপেনার পল স্টারলিং ৪৮ বলে
৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। লরকান টাকার অপরাজিত থাকেন ৩৫ বলে ৪৫
রানে। অধিনায়ক অ্যান্ডি বালবিরনি ২৩ বলে ৩৭ রান করেছেন।
এর আগে, ২০
ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয় ক্যারিবীয়রা। উইন্ডিজের ইনিংসটাকে
একাই টানেন চারে নামা ব্রেন্ডন কিং। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬২ রানে অপরাজিত
থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জনসন চার্লস। শেষ দিকে
১২ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওডিন স্মিথ। অধিনায়ক নিকোলাস পুরানের
ব্যাট থেকে আসে ১৩ রান।
দুর্দান্ত বোলিং করেন আইরিশ তারকা গ্যারেথ
ডেলানি। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। তাঁর হাতেই উঠেছে
ম্যাচসেরার পুরস্কার।