চান্দিনায় পদক্ষেপ এর কার্যক্রম উদ্বোধন
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার
চান্দিনায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) 'পদক্ষেপ' এর ৩৪৫তম ব্রাঞ্চ
অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বেলাশহর ফায়ার সার্ভিস রোডে
মুজিব ভিলায় দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ ব্রাঞ্চ অফিসের
উদ্বোধন করা হয়।
‘পদক্ষেপ’ এর সহকারী পরিচালক ও জেনাল ম্যানেজার মোঃ
মোশের্দুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
রাখেন, চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুর রহিম।
কুমিল্লা এরিয়া ও সিনিয়র ব্যবস্থাপক মো. আসাদ সরদার। হোমনা এরিয়া ও সিনিয়র
ব্যবস্থাপক, মো. জহির আলম। চান্দিনা ব্রাঞ্চ ম্যানেজার দিপংকর দত্ত।
ব্যুরো বাংলাদেশ এর ব্রাঞ্চ ম্যানেজার মো. আনোয়ারুল আলম।রিক চান্দিনা শাখার
ব্যবস্থাপক সোহেল তালুকদার। চান্দিনা সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল
অফিসার উত্তম কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পদক্ষেপ’ একটি
মানবিক উন্নয়ন কেন্দ্র। ১৯৮৬ সালে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলায় নিজস্ব
সম্পদ নিয়ে এর যাত্রা শুরু। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটির লক্ষ্য গ্রাম ও
শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত এবং সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ নারী ও শিশুদের
আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা। নানাহ বাধা-বিপত্তি অতিক্রম করে সারাদেশে
দীর্ঘ ৩৫ বছর যাবৎ পদক্ষেপ হাওড়-বাওড়, পাহাড়-চর ও উপকূল সহ বিভিন্ন
অঞ্চলেও যাবতীয় সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করে আসছে।
এক কথায়
মানুষকে স্বাবলম্বী করার প্রচেষ্টায় মানবিক উন্নয়ন, ঋণ সেবা, সঞ্চয় সেবা,
রেমিট্যান্স সেবা, কৃষি সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ও কমিউনিটি
ডেভেলপমেন্ট কার্যক্রমের একটি প্রশংসনীয় উদাহরণ হতে পারে ‘পদক্ষেপ’।