ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিদায়বেলা ফুলসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন নারী পুলিশ এএসআই
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৫ বছর পুলিশে চাকরি করে স্বেচ্ছায় অবসরে গেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার পুলিশের এএসআই নার্গিস আক্তার। তার  সম্মানে থানায় আয়োজিত হয় বিদায় সংবর্ধনা। আর তার বিদায় বেলাটি চিরস্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় বাহিনীটি।
অবসরে যাওয়া পুলিশের সাবেক এই এএসআই ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
২৫ বছর কর্মজীবন শেষে অবসরকালীন এমন আয়োজনে মুগ্ধ তিনি।
বৃহস্পতিবার  (২০ অক্টোবর) বিকালে সদর দক্ষিণ থানায় ফুল দিয়ে তাকে বিদায় জানানো হয়। পরে তাকে গ্রামের বাড়িতে সুসজ্জিত গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়।
সেসময় নার্গিস আক্তারের সঙ্গে ছিল তার দুই পুত্র। তারা তাদের মা'য়ের এমন বিদায় সংবর্ধনা দেখে আবেগে আপ্লুত হয়ে যায়।
অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই নার্গিস আক্তার বিদায় বেলায় তার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সবার কাছে দোয়া চেয়ে তিনি কর্মজীবন থেকে ছুটি নেন। এসময় সবাই তার সুস্বাস্থ্য কামনা করেন।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী  বলেন, ২৫ বছর তিনি পুলিশ বাহিনীতে ভূমিকা রেখেছেন। আমাদের সকল সাফল্যে তারও অংশীদারিত্ব রয়েছে। এজন্য বিদায় বেলা তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।