বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM
বাউবি’র
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার
বাউবি’র প্রীতিভাজন শিক্ষকমন্ডলী, কর্মকর্তাগণ, কর্মচারীবৃন্দ, সুহৃদ
সমন্বয়কারীবৃন্দ, টিউটরগণ এবং সুপ্রিয় শিক্ষার্থীগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
গত ১৯৯২ সালের ২১ অক্টোবর বাউবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল।
বাউবি’র
৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদ্য ২১ অক্টোবর ২০২২ তারিখে কুমিল্লা
আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব টি এম আহমেদ হুসেইন এর নেতৃত্বে
আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা এবং বাউবি’র পতাকা উত্তোলন, শান্তির প্রতীক
পায়রা উড়ানো এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ইত্যাদি অনুষ্ঠানাদি সম্পন্ন
হয়।
এ উপলক্ষে আঞ্চলিক পরিচালক বলেন, বাউবি’র মাননীয় উপাচার্য প্রফেসর
ড. সৈয়দ হুমায়ুন আখতার এর নেতৃত্বে তাঁর তাৎপর্যপূর্ণ উদ্ভাবনী স্লোগান
“বাউবি’র দীক্ষা: সবার জন্য উ›মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী
শিক্ষা”এর আলোকে উদ্বুদ্ধ হয়ে বাউবি জনস্বার্থে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে
চলছে।