
নিজস্ব
প্রতিবেদক: ২৮ অক্টোবর শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে ওই দিন
সকাল ১০ টা থেকে সম্মেলন শুরু হবে। ইতোমধ্যে কুমিল্লা টাউন হল মাঠে
প্যাণ্ডেল নির্মানের কাজও শুরু করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃপক্ষ। সম্মেলনের
উদ্বোধন করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার এমপি। প্রধান বক্তা হিসেবে
উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ
স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি এবং কুমিল্লা সিটি
কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
সম্মেলনে সভাপতিত্ব করবেন আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি বীর
মুক্তিযোদ্ধা কাজী অধ্যাপক কাজী আবুল বাশার। স্বাগত বক্তব্য রাখবেন
কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক
এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল। কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের
ত্রি বার্ষিক সম্মেলনের প্রচার ও প্রকাশনা উপ কমিটির আহ্বায়ক আহমেদ নিয়াজ
পাভেল এসব তথ্য নিশ্চিত করেন।
প্রস্তুতি কমিটি সূত্রে আরো জানা গেছে,
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যারন ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য
এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলকে আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট সম্মেলন
প্রস্তুতি কমিটি করা হয়। এছাড়া গঠন করা হয়েছে ৫ টি উপ-কমিটি।
উল্লেখ্য,
গত শনিবার (১৪ অক্টোবর ) সন্ধ্যা ৬ টায় কুমিল¬া নগরীর মহানগর আওয়ামী লীগ
কার্যালয়ে কনফারেন্স হলে কুমিল¬া মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে কুমিল¬া
মহানগর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসভায় আদর্শ সদর উপজেলা আওয়ামী
লীগের সম্মেলন সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বর্তমানে কুমিল্লা
আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক কাজী আবুল বাশার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সদর
উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল।
জানা গেছে, সম্মেলন
প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কাজী মোজাম্মেল হক ( আমড়াতলী ইউপি
চেয়ারম্যান), মো. তারিকুর রহমান জুয়েল (বর্তমান সাধারন সম্পাদক) ,মো.
মামুনুর রশিদ মামুন ( জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান) ,আবুল কালাম আজাদ (
দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান), হাছান রাফি রাজু ( পাঁচথুবী ইউপি
চেয়ারম্যান), এড. হোসনেয়ারা বকুল ( উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান),
মো.আমিনুল হক ( দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান), আলহাজ¦ মো. সেকান্দর
আলী ( কালিরবাজার ইউপি সাবেক চেয়ারম্যান), ইকবাল হোসেন বাহালুল ( পাঁচথুবী
ইউপি সাবেক চেয়ারম্যান), হাজী মো. সেলিম,আবদুস সোবাহান ভূইয়া, আবদুল বারেক,
আহাম্মেদ নিয়াজ পাবেল,আবদুল খালেক ভূঁইয়া, মো. আবু হানিফ,মো. তাজুল
ইসলাম,নাজমুল হাছান হিরন, মিজানুর রহমান হাসু, সবুর আহম্মেদ, জাহাঙ্গীর
আলম,হুমায়ুন কবীর,মো. ইউনুছ, জহিরুল ইসলাম মোহন, নুরুল ইসলাম নুরু
(কালিরবাজার ইউপি চেয়ারম্যান), এসএম সাইফুল ইসলাম, আব্দুল মোতালেব মীর
লিটন,সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম।