Published : Saturday, 22 October, 2022 at 12:00 AM, Update: 22.10.2022 12:26:46 AM

আবুল কাশেম হৃদয়, কুমিল্লা ।।
কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে অন্তত লাখো লোকের সমাবেশের লক্ষ্য নিয়ে এগুচ্ছে বিএনপি। পরিবহনে লোক আনতে বাধা দেওয়া হলে পায়ে হেঁটে সরকার বিরোধী লোকজন গণসমাবেশে আসবেন বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতারা। আগামী ২৬ নভেম্বর কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে এ গণসমাবেশ আয়োজন কে ঘিরে প্রস্তুতি নিচ্ছে তারা। ইতিমধ্যে কুমিল্লা টাউনহল বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে জানান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি হাজীআমিন উর রশিদ ইয়াছিন। কেন্দ্রীয় হস্তক্ষেপে দীর্ঘদিনের কোন্দল মিটিয়ে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি এখন ঐক্যবদ্ধ ভাবে হাজীআমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
জানা গেছে, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ার পারসন খালেদাজিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলানিয়ে এ গণসমাবেশ হবে কুমিল্লায়। কুমিল্লা দক্ষিণ জেলাবিএনপির সভাপতি হাজীআমিন উর রশিদ ইয়াছিন জানান, মানুষ যেভাবে এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে তাতে মনে হচ্ছে লাখো মানুষ এমনিতেই জড়ো হয়ে যাবে। সমাবেশে আসতে মানুষকে পরিবহনে বাধা দিলেও সদরের মানুষপায়ে হেঁটে চলে আসবে এবং সদরের মানুষ দিয়েই টাউন হল মাঠ ভরাট হয়ে যাবে। মানুষ এতো পরিমান বিক্ষুব্ধ যে শহরের ৫ ভাগের এক ভাগ মানুষ আসলেও চলবে।
বিএনপি থেকে অব্যাহতি প্রাপ্ত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু থাকবেন কিনা জানতে চাইলে হাজী ইয়াছিন জানান, কুমিল্লায় বিভাগীয় সমাবেশে যে কেউ আসতে পারবে তবে মঞ্চে তালিকার বাইরে কারো থাকার সুযোগ নেই।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জানান, স্বৈরাচার সরকারকে বিতারিত করতে হলে ঐক্যের কোন বিকল্পনাই। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহা নগর বিএনপি ঐক্যবদ্ধ। সারাদেশের গণসমাবেশের মতো কুমিল্লায় যে সমাবেশ হবে তাহবে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ। প্রমাণকরে দেবো কুমিল্লার মাটি বিএনপির ঘাঁটি।
অপর এক প্রশ্নের জবাবে জসিমউদ্দিনজানান, গণসমাবেশের মঞ্চেকারা থাকবেন তানির্ধারণ করবেন কেন্দ্রীয়কমিটি। সে মোতাবেক মঞ্চে নেতৃবৃন্দ থাকবেন।
বাধা আসলে তা মোকাবেলা করেই কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে উল্লেখ করে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণসম্পাদক ইউসুফ মোল্লাটিপু জানান, গণসমাবেশের জন্য দুএকদিনের মধ্যে আমরা প্রস্তুতি সভাকরবো। কুমিল্লা টাউন হলমাঠের অনুমতির জন্য জেলাপ্রশাসক, পুলিশসুপার ও কুমিল্লা টাউনহল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।