ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন
Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM, Update: 23.10.2022 12:25:36 AM
লালমাইয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশনপ্রদীপ মজুমদার ||
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় সকাল-সন্ধ্যা গণঅনশন পালন করা হয়। শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে উপজেলার বাগমারা বাজার বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রমে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি শুরু হয়।
জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য সম্পত্তি পত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের লক্ষ্যে দেশব্যাপী এই গণঅনশন কর্মসূচি পালিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সকাল-সন্ধ্যা গণঅনশন পালিত হচ্ছে। এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি কমল রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মানিক মজুমদার,পূজা উদযাপন পরিষদের উপজেলা আহবায়ক চন্দন মজুমদার পুলক, সদস্য সচিব সুমন রায় চৌধুরী, প্রদীপ মজুমদার, দামোদর সংঘের সভাপতি স্বপন কুমার ভৌমিক, জীবনানন্দ দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ দাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় শর্মা, প্রদীপ চক্রবর্তী,অরুণ কৃষ্ণ পাল, গোপাল দত্ত, নেপাল সাহা, মনিন্দ্র দাস, দপ্তর সম্পাদক, অনিল সুত্রধর।
গণঅনশনে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা একাত্মতা প্রকাশ করেন বলে তিনি জানান।