ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন
Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM, Update: 23.10.2022 12:22:55 AM
কুমিল্লায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণ অনশন সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা কুমিল্লা শহরের কান্দিরপাড়ে কুমিল্লা টাউন হল মাঠের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে দিনব্যাপী গণ অনশন কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তারা তাদের বিভিন্ন দাবির সমর্থনে বক্তব্য রাখেন। কুমিল্লা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু শরবত পান করিয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করেন।
গণঅনশনে বক্তব্য রাখেন কুমিল্লা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বক্সী, জেলা পূজা উদযযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, যুব ঐক্য পরিষদের সভাপতি কানাই নাগ, ইসকন কুমিল্লার সাধারণ সম্পাদক পিতম্বর গৌরাঙ্গ দাস, দিলীপ মজুমদার প্রমুখ।
অনশনে শতাধিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতৃবৃন্দ অংশ নেন।