Published : Sunday, 23 October, 2022 at 12:00 AM, Update: 23.10.2022 12:23:01 AM

তানভীর দিপু:
মহাসড়ক
নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশের সদস্য সংখ্যা অপর্যাপ্ত বলে জানিয়েছেন হাইওয়ে
কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, ঢকা-
চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে মাত্র ২শ জন হাইওয়ে পুলিশ সদস্য নিয়োজিত
আছে। দাউদকান্দি থেকে টেকনাফ পর্যন্ত হাইওয়েতে মাত্র ৭ শ জন পুলিশ
নিয়োজিত। মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এই সংখ্যা মোটেও পর্যাপ্ত নয়। গতকাল
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত
এক আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কে দৈনিক গড়ে ২ লাখ যানবাহন চলাচল করে। একই সাথে আছে বৈধ-অবৈধ দুই লাখ
থ্রি-হুইলার। একদিকে মহাসড়কে থ্রি হুইলার নিয়ন্ত্রন অন্যদিকে ট্রাফিকিং ও
নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া বিভিন্ন আইনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে
যে সংখ্যক পুলিশ সদস্য প্রয়োজন তা আমাদের নাই। গত একবছরে এই রিজিয়নে
দায়িত্বপালন কালে ৪ জন হাইওয়ে পুলিশ সদস্য শহীদ হয়েছেন।
জেলা প্রশাসন ও
বিআরটিএ কুমিল্লার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা
প্রশাসক মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কবিরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা
পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার
দাস, বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী পার্কন চৌধুরী,
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফি, সড়ক ও
জনপদের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা জেলা সড়ক পরিবহন বাস
মালিক গ্রুপের মহাসচিব মো. তাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কুমিল্লার সভাপতি
এডভোকেট ফারুক আহম্মেদ, কুমিল্লা জেলা ট্রাক মালিক সমিতির কাযকরী সভাপতি
জহিরুল ইসলাম মোহন, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
আলমগীর হোসেনসহ অন্যরা।
আলোচনা সভায় আগত অতিথিরা সড়কে সিসি ক্যামেরা
বসানো, দুর্ঘটনাকবলিত এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড বসানো, সড়কে থ্রি
হুইলার চলাচল বন্ধসহ নানান প্রস্তাব করেন। পরে পুলিশ সুপার প্রয়োজনীয় সকল
ব্যবস্থা দ্রুত নেয়া হবে বলে আশ্বাস দেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে এক
শোভাযাত্রার ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।