বুড়িচংয়ে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বুধবার ২৬ অক্টোবর কুমিল্লার বুড়িচং থানা পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে কুমিল্লা - বুড়িচং - ব্রাহ্মণপাড়া সড়কের পূর্ণমতি দরিয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা একটি মোটর সাইকেল এবং ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান জানান, বুড়িচং থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি দরিয়ার পাড় এলাকায় অবস্থান নেন। এসময় একটি মোটর সাইকেল ৩ আরোহী নিয়ে বুড়িচং আসার পথে দরিয়ার পাড় এলাকায় পুলিশ থামার সংকেত দিলে মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া করে ৩ জনকে আটক করে তাদের ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বহন করা মোটর সাইকেল জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে আটক ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আটককৃতরা কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭নং ওয়ার্ডের শাকতলা এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৪), আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে মোঃ মাসুদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রগুরামপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুর রশিদ প্রকাশ জসিম (৪২)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং আটক মাদক ব্যবসায়ীদেরকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।