চৌদ্দগ্রামে ব্র্যাকের ‘লার্নিং শেয়ারিং মিটিং উইথ ফোরাম মেম্বারস্’ অনুষ্ঠিত
Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাকের অনুপ্রেরণা-২ প্রকল্পের আওতায় ‘লার্নিং শেয়ারিং মিটিং উইথ ফোরাম মেম্বারস্’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের কুমিল্লা আরএসসি ম্যানেজার শুভাশীষ দেবনাথ। ব্র্যাকের কুমিল্লা ডিআরএসসি কাউন্সিলর ওসমান গণির সঞ্চালনায় প্রেজেন্টশন উপস্থাপনা করেন ডিআরএসসি কুমিল্লার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আবদুর রহিম।
ব্র্যাকের চৌদ্দগ্রাম উপজেলা ফোরাম কমিটির সহ-সভাপতি ফারুক আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিআরএসসি ইকোনমিক সেক্টর স্পেশালিষ্ট তানভীর হাসান, ব্র্যাকের অনুপ্রেরণা-২ প্রকল্পের চৌদ্দগ্রামের ফিল্ড অর্গানাইজার জালাল উদ্দিন, মুরাদনগরের রেবেকা সুলতানা নিপা, সদর দক্ষিণ উপজেলার মাকসুদুর রহমান, ফোরামের সভাপতি আরস মজুমদার, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম এ নোমান, প্রচার সম্পাদক এম এ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজ শেষে মাইগ্রেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনা করায় ফোরাম কমিটির দায়িত্বরত সকলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।