Published : Thursday, 27 October, 2022 at 12:00 AM, Update: 27.10.2022 1:04:37 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের মকিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডকাত
সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযানে তাদের
গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া
থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
ওসি শেখ মাহমুদুল
হাসান রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক শফিকুল ইসলামের
নেতৃত্বে মকিমপুরে অভিযান চালান থানাপুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে
দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণপাড়া
উপজেলার শিদলাই এলাকার মোঃ বিল্লাল হোসেন(৪০), জেলার আদর্শ সদর উপজেলার
নোয়াপাড়া এলাকার মোঃ জীবন মিয়া ও ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি এলাকার
মোঃ রাসেল (২৭)। গ্রেফতারকৃতদের মধ্যে জীবন মিয়া ও বিল্লাল হোসেনের
বিরুদ্ধে আগে থেকেই ৬ টি করে ডাকাতি মামলা রয়েছে। এ সময় অন্তত আরও ১২ জন
ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা
দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।
কুমিল্লা কোর্ট পুলিশ পরিদর্শক মজিবুর রহমান জানান, আদালতে আনা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।