ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-২০ বিশ্বকাপ ২০২২
খেলার মাঠে প্রস্তাব, প্রেমিকাকে রিং পরালেন প্রেমিক
Published : Thursday, 27 October, 2022 at 8:27 PM, Update: 27.10.2022 8:28:59 PM
খেলার মাঠে প্রস্তাব, প্রেমিকাকে রিং পরালেন প্রেমিক স্টেডিয়ামে খেলার সময় খেলা বাদেও ঘটে নানান রকম ঘটনা। দুষ্টু ক্যামেরাম্যান সেসব সবার সামনে এনে সৃষ্টি করেন মজার এক পরিবেশ।  এবার টি-২০ বিশ্বকাপের ভারত-নেদারল্যান্ডের ম্যাচ চলাকালীন ঘটেছে তেমন এক ঘটনা। সৃষ্টি হলো নতুন এক গল্প।
নেদারল্যান্ডের ব্যাটের ৭ম ওভারে খেলা চলাকালীন দেখা যায় স্টেডিয়ামের দর্শকদের গ্যালারী। সেখানেই ক্যামেরাত ধরা পড়ে দৃশ্যটি।  এক ছেলে তার পছন্দের মানুষটিকে সবার সামনেই হাঁটু গেড়ে প্রপোজ করে বসেন।

শুধু প্রপোজ করেই ক্ষান্ত হননি তিনি। আঙুলে পরিয়ে দিয়েছেন রিং।  এ সময় ছেলেটিকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘তুমি কি আমাকে বিয়ে করবে’।

রিং পরানোর পরে ছেলে-মেয়ে উভয়েই উভয়কে জড়িয়ে ধরে।

আর সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের নিজস্ব ভেরিফায়েড পেজে এই ভিডিও প্রকাশ করেছে। যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

খেলার মাঠে প্রেমিকাকে প্রস্তাব দিয়ে রিং পরালেন প্রেমিক দেখুন এখানে https://fb.watch/gqjO3oY4Ft/