Published : Friday, 24 December, 2021 at 12:00 AM,  Update: 24.12.2021 1:10:02 AM
				
				
			 
			                                                        
নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লার দাউদকান্দি উপজেলার এসএসসি পরীক্ষার্থী ইখতেখার 
হাসান ইমন(১৮) হত্যা মামলার এজাহার নামীয় চার আসামীকে আটক করেছে র্যাব। 
বৃহস্পতিবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব 
হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমে এ তথ্য জানানো হয়। 
র্যাব
 জানায়, দাউদকান্দি উপজেলার পিপইয়াকান্দি গ্রামে এসএসসি পরীক্ষার্থী 
ইখতেখার হাসান ইমন এর সাথে একই এলাকার মোঃ নাছির উদ্দিন ওরফে মুরগা নাছির 
(৪০) ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। গত
 ২০ ডিসেম্বর ইমন নারিকেলতলা নূরানী মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে
 যাওয়ার পথে সন্ত্রাসীদল ইমনকে কুপিয়ে আহত করে। 
আশংকাজনক অবস্থায় 
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
 গেলে ওই দিন রাত পৌনে ১০ টায় ইমনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচা জামাল 
হোসেন বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করে দাউদকান্দি 
থানায় মামলা দায়ের করে। 
মামলার পর ব্যাব অভিযান চালিয়ে দাউদকান্দি 
থানার মালাখালা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ও এক নাম্বার এজাহারভূক্ত আসামী
 মোঃ নাছির উদ্দিন ওরফে মুরগা নাছির(৪০), একই গ্রামের আঃ মান্নান এর ছেলে ও
 দুই নাম্বার এজাহারভূক্ত আসামী ইয়াছিন(২২) ও বশির এর ছেলে ও তিন নাম্বার 
এজাহারভূক্ত আসামী হৃদয়(২৩) এবং একই থানার নারিকেলতলা গ্রামের মৃত মোহাম্মদ
 আলীর ছেলে ও পাঁচ নাম্বার এজাহারভূক্ত আসামী মাইনুদ্দিন(১৮)কে গ্রেফতার 
করে। 
র্যাব জানায় দাউদকান্দি থানার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার 
নিকট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের হস্তান্তর করা হয়েছে।