ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়মিত আয়োজনের চিন্তা বিসিবির
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত বছর প্রথমবারের মতো ও অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্নামেন্টটি। করোনার কারণে দীর্ঘ বিরতির পর ক্রিকেটকে পুনরায় মাঠে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এটি বড় উদ্যোগ হিসেবে গত নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
জাতীয় দলের সাথে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ পারফর্মেন্স করেন। সবচেয়ে বেশি রান লিটন দাসের আর সবচেয়ে বেশি উইকেট নিয়ে সিরিজসেরা হন মুস্তাফিজ। এতে বিসিবির কর্মকর্তারা উজ্জীবিত হন। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে বেশক’টি ঘরোয়া টুর্নামেন্ট বাতিল হয়। তবে এই বছর টুর্নামেন্ট এবং লিগ করার পরিকল্পনা রয়েছে বিসিবির। ঘরোয়া খেলোয়াড়দের আর্থিক তিপূরণ পুষিয়ে নিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মতো নতুন টুর্নামেন্ট যুক্ত করেছে।
বিদেশিদের ছাড়াই টুর্নামেন্টটি আয়োজন করে বিসিবি। তবে স্থানীয় খেলোয়াড়রা টি-টোয়েন্টিতে তাদের সেরাটা প্রদর্শন করতে সম হয়। নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারী, আকবর আলীর মতো বেশ কয়েকজন খেলোয়াড় তাদের সেরাটা প্রদর্শন করে স্পটলাইট এসেছেন। এছাড়াও বাংলাদেশ যেহেতু এই বছর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তাই খেলোয়াড়দের তৈরি করতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপটি যুক্ত করতে আগ্রহী বিসিবি।
ইতোমধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই টুর্নামেন্ট যুক্ত করার ইঙ্গিত দিয়েছেন। এ বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল চলাকালীন পাপন বলেন, 'আমরা বোর্ডে এটি নিয়ে আলোচনা করেছি, আমাদের বার্ষিক ক্যালেন্ডারে এই টুর্নামেন্টটি রাখতে চাই। তবে এটি অনেক কিছুর উপর নির্ভর করছে এফটিপি আর আইসিসি ইভেন্টগুলি বিবেচনা করার পরে যদি আমরা সুযোগ তৈরি করতে পারি, তবে আমরা আমরা এটি নিয়মিত করতে আগ্রহী।'
ওয়ানডে ক্রিকেটে ইতোমধ্যে সেরার তকমা পেয়েছে বাংলাদেশ। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি। দেশে মাত্র একটি টি-টোয়েন্টির আসর হয়- বিপিএল। সেখানে আবার বিদেশি ক্রিকেটারদের ভিড়ে দেশের ঘরোয়া ক্রিকেটাররা খেলতেই পারেন না। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, এ ধরণের টুর্নামেন্ট আরও আয়োজিত হলে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে সমস্যা সমাধান হতে পারে।
সাবেক এই অধিনায়ক বলেন, 'আমরা এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেব। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মতো টুর্নামেন্ট আমাদের প্রস্তুতিতে সহায়ক হবে। যেহেতু এই টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় থাকছে না। এটি শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের জন্য, যারা টি-টোয়েন্টিতে নিজেদের প্রমাণ করতে পারবে। আমি আশা করি এই টুর্নামেন্টটি নিয়মিত অনুষ্ঠিত হবে এবং আমরা কিছু ভালো খেলোয়াড় তৈরি করতে পারব।'