ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘নতুন বছরে কমপক্ষে ৫ ভাগ মজুরি বৃদ্ধি করতে হবে’
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
নতুন বছরে পোশাক শিল্প শ্রমিকদের কমপক্ষে ৫ ভাগ মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
ফেডারেশনের ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ৩০ বছর আমরা যেমন হারিয়েছি অনেক, তেমনি আমাদের অর্জনও অনেক। এ সময়ে সংগঠনের অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম, মামলা-হামলার শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন। নেতাকর্মীদের আত্মদানের ফলে গার্মেন্টস শ্রমিকদের মজুরি ৪২৭ টাকা থেকে ৮ হাজার টাকায় উন্নিত হয়েছে।
শ্রমিক নেতারা আরও বলেন, নতুন বছরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার আইন রয়েছে। কিন্তু মালিকরা করোনার অজুহাতে মজুরি বৃদ্ধির আইনি বিধান স্থগিত করার পাঁয়তারা করছে। আমরা সকলেই জানি, গার্মেন্টস শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে মহামারি উপেক্ষা করে উৎপাদন অব্যাহত রেখেছেন। মালিকরা ঘর থেকে বের হননি কিন্তু শ্রমিকরা জীবন-জীবিকা ও শিল্পের স্বার্থে ঝুঁকি নিয়ে কারখানায় উৎপাদন করে গেছেন। তাই নতুন বছরের শুরুতেই শ্রমিকদের ৫ ভাগ মজুরি বৃদ্ধি করতে হবে।
সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল হোসাইন ‘আইন অনুযায়ী দেশের সকল শিল্প-কারখানায় শ্রমিক ইউনিয়ন অফিস স্থাপনের’ দাবি জানান।
সমাবেশে অন্যদের মধ্যে তপন সাহা, নূরে আলম খান, সেলিম হোসেন, জাহিদুল ইসলাম বাদশা, মালা রাণী, পারভিন বেগম ও নজরুল ইসলাম বক্তব্য দেন। এ সময় সংগঠনটির নেতাকর্মীসহ বিভিন্ন গার্মেন্টসের শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।