ভারতে পাচার হওয়া ৩ নারীকে দেশে হস্তান্তর
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়ার দুই বছর পর ৩ বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল ৫টায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এরপর জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে।
ফেরত আসা নারীরা হলেন- যশোরের মুনতাজ মোড়লের মেয়ে মুসলিমা খাতুন (১৭), ভোলার নুরুল ইসলামের শিল্পী আক্তার পাখি (২০), বাগেরহাটের জাকারিয়া মোল্লার মেয়ে রাবেয়া খাতুন (১৬)।
ওই এনজিও সংস্থার প্রোগ্রামার অফিসার মুহিত জানান, ভুক্তভোগী নারীরা ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হন। পরে তারা ভারতের মুম্বাই শহরে পুলিশের হাতে আটক হন। পরবর্তীকালে মুম্বাইয়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে মুসলিমা খাতুনকে দুই বছর, রাবেয়া খাতুনকে দুই মাস ও শিল্পী আক্তার পাখিকে এক বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের পর ট্রাভেল পারমিটের বিকেলে তাদের দেশে ফেরত পাঠায় ভারত সরকার।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ওই ৩ নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। এনজিও সংস্থাটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।