ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে বিনামূল্যে বই বিতরণ
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। শুক্রবার সকালে পয়লা জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বছরের নতুন উপহার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয় এই বই বিতরণ করা হয়। শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে প্রথম শ্রেণি ও ২য় শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।  এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন অব. সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী শিক্ষক যথাক্রমে নিলুফা বেগম, শিরিনা আক্তার, লিলুফা আক্তার, মহসিনা সুলতানা, তাছলিমা আক্তার, মর্জিনা আক্তার।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ল সদস্য আওয়ামীলীগ নেতা ডা.ফজলুল করিম,অব.দারোগা আব্দুল কাইয়ুম, অব.হাবিলদার জসিম উদ্দিন, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন, মোঃ আলম, সেকান্দর আলী, মোঃ বাচ্চু মিয়া, আব্দুল জলিল খন্দকার, আব্দুল আলিম সর্দার, জাহাঙ্গীর আলম ভূইয়া, বিল্লাল খন্দকার প্রমুখ। এসময এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।  সহযোগিতায় অফিস সহকারী মাহাবুবুর রহমান ভূইয়া।
পীর যাত্রাপুর উচ্চ বিদ্যালয় ঃ-প্রহেলা জানুয়ারি শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পীর যাত্রাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জোবেদা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন জাহের। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম সর্দার, মাহাবুবুর রহমান মাসুম, মোবারক হোসেন, তাজুল ইসলাম মেম্বার, আবু জাহের মেম্বার, জসিম উদ্দিন মেম্বার, সহকারী প্রধান  শিক্ষক  মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ শাহ আলম বিএসসি, রুমা আক্তার বিএসসি, হুমায়ুন কবির, মাওলান রেজাউল করিম খান, রমিজ উদ্দিন, খন্দকার হালিমা আক্তার, জহিরুল ইসলাম, এ কে আজাদ। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন অফিস সহকারী মোঃ আলমগীর হোসেন, মোঃ আল আমিন।