বিদ্যালয়ে নতুন শ্রেণির বই দেওয়া হয়েছে। মনের আনন্দে বিদ্যালয়ে যাচ্ছিল
জান্নাত। নতুন বই নিয়ে মনের আনন্দে বাড়ি ফেরার কথা থাকলেও সড়ক দুর্ঘটনায়
প্রাণ হারিয়ে লাশ হয়ে ফিরল ছোট্ট শিশু শিক্ষার্থী জান্নাত। সকালে কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস (৭)। সে উপজেলার চান্দলা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার সে দ্বিতীয় শ্রেণিতে উঠেছিল। সে চান্দলা
(তালুকপাড়া) গ্রামের দিনমজুর কফিল উদ্দিনের মেয়ে।
নিহত শিশু
শিক্ষার্থীর মা মিনারা বগম জানান, সারা দেশের মতো চান্দলা সরকারি প্রাথমিক
বিদ্যালয়েও নতুন বই দেওয়া হয়। শনিবার বেলা ১১টার দিকে জান্নাত নতুন বই আনতে
বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ে যাওয়ার পথে চান্দলা এলাকায় কুমিল্লা মিরপুর
সড়কে একটি অটোরিকশা জান্নাতকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা
স্বাস্থ কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জান্নাতের মৃত্যুসংবাদ ছড়িয়ে
পড়লে চান্দলা (তালুকপাড়া) গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, নিহত
শিশুটির অভিভাবকগন কারও বিরুদ্ধে অভিযোগ দেয়নি এবং তাদের কোন অভিযোগ নাই
উল্লেখ করে থানায় একটি লিখিত আবেদন করে লাশ এলাকায় নিয়ে দাফন কাজ সম্পন্ন
করেন।