ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে মেয়র-কাউন্সিলর পদে ২১ প্রার্থীর মনোয়নপত্র দাখিল
ভোট ছাড়াই নির্বাচিত হচ্ছেন ৯ জন
Published : Saturday, 2 January, 2021 at 12:00 AM, Update: 02.01.2021 12:52:40 AM
লাকসামে মেয়র-কাউন্সিলর পদে ২১ প্রার্থীর মনোয়নপত্র দাখিললাকসাম প্রতিনিধি : তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লার লাকসাম পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র মোঃ আবুল খায়ের ও বিএনপি মনোনীত প্রার্থী বেলাল রহমান মজুমদার।
এদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোহাম্মদ উল্লাহ, ২নং ওয়ার্ডে খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডে অ্যাডভোকেট মাসুদ হাছান, ৪নং ওয়ার্ডে মোঃ আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ডে মনসুর আহমদ মুন্সি ও আবুল কাশেম, ৬নং ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, রুহুল আমিন, বেলায়েত হোসেন, আবুল হোসেন বাবুল, জসিম উদ্দিন, সুজন হোসেন, ৭নং ওয়ার্ডে মোঃ শাহজাহান মজুমদার ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে মোঃ দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে গোলাম রাব্বানী মজুমদার এবং সংরতি নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে নাসিমা আক্তার, ৪,৫,৬নং ওয়ার্ডে নাসিমা সুলতানা ও ৭,৮,৯নং ওয়ার্ডে মুশফিকা আলম মিতা মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানের নিকট প্রার্থীরা এ মনোনয়পত্র দাখিল করেন।
এদিকে, একাধিক প্রার্থী না থাকায় ছয়জন সাধারণ কাউন্সিলর ও তিনজন সংরতি নারী কাউন্সিলর ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছে।