ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ক্রাইস্টচার্চেও খেলা হচ্ছে না বাবরের
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM
বাবর আজমের ভাগ্যটাই মন্দ। নিউজিল্যান্ড সফরে এত দুর্ভোগ পোহানো সত্ত্বেও খেলতে পারছেন না তিনি। দর্শক হিসেবে দলের সঙ্গে থেকেই দেশে ফিরতে হচ্ছে তাকে। কারণ বুড়ো আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ৩ জানুয়ারি রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। শনিবার অনুশীলনের পর টিম ম্যানেজমেন্ট তাকে না খেলানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। টিম ডাক্তার সোহাইল সেলিম তার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজিল্যান্ডে পৌঁছে হোটেলরুমে বন্দি অবস্থায় কোয়ারেন্টাইনের কঠিন সময় পার করে অনুশীলনে নামার পরই বাবর আজম চোটে পড়েন। নেটে ব্যাটিং করার সময় পাওয়া বুড়ো আঙুলের ওই চোটের কারণে তিনি টি২০ সিরিজের তিনটি ম্যাচেই ছিলেন দর্শক। এরপর প্রথম টেস্টেও মাঠে নামা হয়নি তার। এখনও ব্যাট ধরতে সমস্যা হচ্ছে তার।
তারপরও শনিবার অনুশীলনে তাকে পর্যবেণে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। ক'দিন পরই দণি আফ্রিকা ক্রিকেট দল আসবে পাকিস্তান সফরে। ওই সিরিজে তাকে সম্পূর্ণ ফিট হিসেবে পাওয়া এখন মূল ল্য পাকিস্তানের।
পাকিস্তান একাদশ নিয়ে দোলাচলে থাকলেও নিউজিল্যান্ডের একাদশে একটি পরিবর্তন আসা নিশ্চিত। প্রথম টেস্টে পায়ের আঙুলে চিড় নিয়ে ৪৯ ওভার বোলিং করা নেইল ওয়াগনার ছিটকে গেছেন। তার বদলে দলে এসেছেন ২৯ বছর বয়সী পেসার ম্যাট হেনরি।