এসআই মহিউদ্দিনের নির্যাতনে বরিশাল আইন কলেজের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। নিহত ছাত্রের নাম রেজাউল করিম রেজা।
শনিবার দিবাগত রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
তার বাবা ইউনুস মিয়া অভিযোগ করে বলেন, ২৯ ডিসেম্বর রাতে নগরের হামিদ খান সড়ক থেকে তার ছেলেকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন। ডিবি কার্যালয়ে তার ওপর অমানসিক নির্যাতন চালানো হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হলে সেখানে ছেলে অসুস্থ হয়ে পড়ে।
এসআই মহিউদ্দিনের দাবি, ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় গাঁজা ও মাদকের ইঞ্জেকশনসহ রেজাকে গ্রেফতার করা হয়। এর পর ওই রাতেই পৌনে ১২টা নাগাদ তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় পর দিন ৩০ ডিসেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আগেরও মাদক মামলা ছিল।
মহিউদ্দিনের দাবি, তার ওপর কোনো নির্যাতন করা হয়নি।
কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম বলেন, তদন্তে যদি পুলিশের কারও বিরুদ্ধে নির্যাতনের প্রমাণ মেলে, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।