ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তায়কোয়ানডোতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা  চ্যাম্পিয়ন
Published : Sunday, 3 January, 2021 at 12:00 AM, Update: 03.01.2021 12:40:32 AM
তায়কোয়ানডোতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা  চ্যাম্পিয়নবাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের  ব্যাবস্থাপনায় এবং ট্রাস্ট ব্যাংক  এর  পৃষ্টপোষকতায় গত ২৭ডিসেম্বর হতে  ৩১ ডিসেম্বর  পর্যন্ত পাঁচ দিনব্যাপি জাতীয় ক্রীড়া পড়িষদ জিমনেশিয়ামে "মুজিব বর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮ তম  সিনিয়র /জুনিয়র  জাতীয়  তায়কোয়ানডো প্রতিযোগিতা -২০২০" অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায়  ফাইট ইভেন্টে জুনিয়র মহিলা বিভাগে (-৪৪) কেজিতে সাবরুন জাবিন ইরা (স্বর্ন),(-৪৬)কেজিতে ফাতেমা  ইসলাম (রৌপ্য),(-৪৮)কেজিতে শেখা ইসলাম (স্বর্ন),(-৫১)কেজিতে ইসরাত জাহান রিদু (তাম্র),(-৫৫)কেজিতে ইসরাত জাহান রিয়া (স্বর্ণ) ও সিনিয়র বিভাগে (-৪৬) কেজিতে ফাতেমা ইসলাম (তাম্র), (-৭৩)কেজিতে রাহিমা ইসলাম রিপা (তাম্র) পদক অর্জন করে। পুরুষ জুনিয়র বিভাগে (-৪৫) কেজিতে শাহারিয়ার করিম (তাম্র), (-৫১)কেজিতে আলমাস হ্দয় (তাম্র) (-৬৮)কেজিতে নাফিউল আলম (তাম্র) পদক অর্জন করে  আবার মহিলা জুনিয়র বিভাগে পুমসে ইভেন্টে তাশপিয়া আলম (তাম্র), ফাতেমা ইসলাম দুটি (স্বর্ন), সাবরুন জাবিন ইরা দুটি (স্বর্ণ), শেখা ইসলাম (স্বর্ন),ইসরাত জাহান রিয়া (রৌপ্য),ইসরাত জাহান রিদু (রৌপ্য),সামিয়া আলি (রৌপ্য), নাজিয়াত চৌধুরী সূহি (রৌপ্য) এবং পুরুষ জুনিয়র বিভাগে পুমসে ইভেন্টে আল শাহারিয়ার ফাহিম ফাহিম একটি (স্বর্ণ),একটি (রৌপ্য), শাহারিয়ার করিম (রৌপ্য),আবু সাঈদ (তাম্র), নাফিউল আলম একটি (স্বর্ন)একটি (রৌপ্য)পদক সহ মোট ১০ টি (স্বর্ন),৮টি রৌপ্য ও ৮ টি তাম্র পদক নিয়ে প্রতিযোগিতায় মহিলা বিভাগে  কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় ২০ টি জেলা ও ১০ টি সংস্থা হতে ৮০০ জন খেলোয়াড় অংশগ্রহন করে।
উক্ত প্রতিযোগিতায় কুমিল্লা জেলার প্রধান প্রশিক্ষক ও টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রাসেল উদ্দিন মজুমদার(প্রধান প্রশিক্ষক কুমিল্লা জেলা তায়কোয়ানডো এসোসিয়েশন)।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সকল স্বাস্থ্য বিধি ও শর্ত মেনে উক্ত প্রতিযোগিতাটি আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহাসান রাসেল (এম.পি.) ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব মোঃ আখতার হোসেন।