আরও গোলের প্রত্যাশা ছিল স্প্যানিশ কোচের
Published : Monday, 4 January, 2021 at 12:00 AM
ফেডারেশন
কাপে নক আউট পর্বে জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন
বসুন্ধরা কিংস। ২-০ গোলে শেখ জামালকে ছিটকে দিয়ে ট্রফি থেকে এখন তারা দুই
ম্যাচ দূরত্বে। ম্যাচ জিততে পেরে খুশি হলেও বসুন্ধরার কোচ অস্কার ব্রুজন
পুরোপুরি তৃপ্ত নন। কারণ আরও বেশি গোল প্রত্যাশা করেছিলেন তিনি!
দুই
অর্ধে দুই গোলে জিতেছে বসুন্ধরা। আর্জেন্টিনার রাউল বেসেরা ও ব্রাজিলিয়ান
রবিনিয়োর গোলে এসেছে এই জয়। তবে যেভাবে দল আক্রমণ করে খেলেছে তাতে গোল আরও
বেশি হতে পারতো। সংবাদ সম্মেলনে এসে বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন
তেমনটিই বললেন, ‘আমরা গোলের অনেক সুযোগ পেয়েছিলাম, সেগুলো কাজে লাগাতে
পারলে পার্থক্য অনেক বড় হত। কিন্তু টুর্নামেন্টের পরের ধাপে যাওয়ার জন্য জয়
পাওয়া গুরুত্বপূর্ণ। পরের ধাপ নিয়ে আমরা আত্মবিশ্বাসী। চেষ্টা করবো শিরোপা
জিততে।’
কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে তার বিশ্লেষণ, ‘আমার মতে দুই দলের
পক্ষ থেকে আমরা প্র্যাকটিক্যাল ম্যাচ দেখলাম। শেখ জামাল বিল্ড আপ না খেলে
আমাদের রক্ষণে ভীতি ছড়াতে চেয়েছে। কিন্তু আমাদের রক্ষণ আবারও দেখিয়েছে,
রক্ষণ দৃঢ়তা।’
শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের অবশ্য গোল না
পাওয়ার হতাশা আছে, ‘আমার নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড় ছিল না। আমার কাছে
মনে হয়েছে দুই জায়গায় হেরেছি। একটা হচ্ছে মিস-গোল না করতে পারলে দল হেরে
যায়, আমরা সুযোগ নষ্ট করেছি। গোল খাওয়ার পর তা ফের শোধ দেওয়ার সুযোগ এসেছিল
কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। আর গোল মিস করলে ম্যাচ জেতা যায় না।’
কালকে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারা। ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।