ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ
Published : Monday, 4 January, 2021 at 12:00 AM
সৌরভ মাাাহমু হারুন।।
গত শুক্রবার ও শনিবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বছরের নতুন উপহার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বোধন করা হয়।
বুড়িচং ভরাসার উচ্চ বিদ্যালয়: কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে গতকাল ২ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরন করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, যুবলীগ নেতা মো. কামাল হোসেন, পরহাদ হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ।
খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসা: বুড়িচং খাড়াতাইয়া ইস. ফাজিল মাদ্রাসার উদ্যােগে গতকাল ২ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাট আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এসময় সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইছাপুরা দাখিল মাদ্রাসা: কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা দাখিল মাদ্রাসার উদ্যেগে গতকাল ২ জানুয়ারি ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই মাদ্রাসার সভাপতি ও ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন হাজী আ. মালেক, মো.জহিরুল হক পাশা, আ' লীগ নেতা জয়নাল আবেদীন, ময়নাল হোসেন, ফরহাদ হোসেনসহ ওই মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।