ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বেগম করফুলের নেছা ফাউন্ডেশনের কুরআনে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন
Published : Tuesday, 5 January, 2021 at 5:53 PM, Update: 05.01.2021 5:55:51 PM
কুমিল্লায় বেগম করফুলের নেছা ফাউন্ডেশনের কুরআনে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত সোমবার দুপুরে কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউপির ধনুয়াখলায় "বেগম করফুলের নেছা ফাউন্ডেশন''র আয়োজনে প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে হাফেজী সম্পন্ন করা কুরআনে হাফেজ ছাত্রদের আনুষ্ঠানিক ভাবে পাগড়ী প্রদান করা হয়। বেগম করফুলের নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা বিশিষ্ট শিল্পপতি,  কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলী আকবর এর সভাপতিত্বে পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হয়রত মাওলানা আয়াজ আহম্মেদ সিদ্দিকী, আল-কোরাইশি, জৈনপুরী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১নং কালিরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সেকান্দর আলী, ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম হায়দার। দ্বীনি শিক্ষা  প্রতিষ্ঠান বেগম করফুলের নেছা ফাউন্ডেশন থেকে এবছর দু'জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছেন। পবিত্র কুরআনে হাফেজদের কে প্রধান মেহমান জৈনপুরী (বড় হুজুর) পাগড়ী পড়িয়ে দেন। উক্ত অনুষ্ঠানের শুরুতে প্রধান মেহমান, প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ  শিক্ষা ও দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। পাগড়ি প্রদান,  আলোচনা ও দোয়ার শেষ হাফেজদের মাঝে পুরষ্কার বিতরণ এবং মধ্যান্ন ভোজের আয়োজন  করা হয় । পুরষ্কার বিতরণের পর দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এসময় কালিরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনশাসন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন অত্র ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।