ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালত
Published : Tuesday, 5 January, 2021 at 6:07 PM
কুমিল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলাপ্রশাসনের ভ্রাম্যমান আদালতকুমিল্লা নগরীর বিভিন্ন জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা অভিযান পরিচালনা করছে কুমিল্লা জেলাপ্রশাসন। নগরীর জন গুরুত্বপূর্ণ এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ  ও সিটি কর্পোরেশনের সমন্বিত দল।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিখ্যাত টমছমব্রীজ এলাকায় সড়কের উপর থেকে দোকানপাট ও স্থাপনা ভেঙে সরিয়ে ফেলা হয়। এছাড়া ফুটপাতের উপর থেকেও ছোট দোকানপাট ও হকার উচ্ছেদে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
জনস্বার্থে গত ডিসেম্বর মাস থেকে এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে আসছে জেলাপ্রশাসন। এর আগেও কুমিল্লা নগরীর চকবাজার রাজগঞ্জ রানীরবাজারসহ বিভিন্ন বানিজ্যিক ও আবাসিক এলাকা থেকে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলদারদের উ”েছদ করে ভ্রাম্যমান আদালত।
ভক্সপপ: মোঃ আবু সায়িদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কুমিল্লা জেলা প্রশাসন।     
ভক্সপপ: মোঃ মাজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কুমিল্লা জেলা প্রশাসন।