ব্রাহ্মণপাড়ায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ
Published : Wednesday, 6 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা ও কম্বল প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি ব্যক্তিগতভাবে নগদ ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল প্রদান করেন।
এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং তাদের সান্ত¦া দিয়ে বলেন, আপনারা ধৈর্য্য হারাবেন না। ধৈর্য্যশীলদের সঙ্গে সৃষ্টিকর্তা আছেন। সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপিসহ আমরা আপনাদের পাশে আছি। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারি ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সহযোগিতার আশ^াস দেন। পরে আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং পাঁচটি করে কম্বল প্রদান করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সফিউদ্দিন আহম্মেদ সোয়েব সরকার, প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলি আবু ছাইদ, প্রকৌশলি মোঃ রাসেল, শেখ জাবের, যুবলীগ নেতা তারেক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে গত ৩ জানুয়ারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকা-ে ৪টি পরিবারের ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।