বিক্ষোভের নামে বিদায়ী
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটরে অবস্থিত পার্লামেন্ট ভবনে
আগ্রাসী তাণ্ডব চালিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া
গেছে।
জো বাইডেনকে জয়ী হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক
প্রক্রিয়ার মধ্যেই হঠাৎ করে ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে।
আইন প্রণেতারা যখন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের
জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন ঠিক সে সময়েই
ট্রাম্পের শত শত সমর্থক দেশটির আইনসভা কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে সহিংসতা
চালায়।
সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪৭
জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভঙ্গ করার দায়ে। ১৮১২ সালে যুদ্ধের পর এই
প্রথম যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এমন আগ্রাসনের সাক্ষী হলো।
স্থানীয় সময় বুধবার রাত ১২টার পর অধিবেশনে
রিপাবলিকানদের দ্বারা পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল
পরিবর্তনের প্রস্তাব বাতিল করে দিয়েছে সিনেট।
যেসব রিপাবলিকান সদস্য পেনসিলভানিয়ার ফলাফলের বিপক্ষে ভোট দিয়েছেন তারা
হলেন, মিসৌরির সিনেটর জশ হলে, টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, আলাবামার টমি
টুবারভিল, মিসিসিপির সিন্ডি হাইড-স্মিথ, কানসাসের রজার মার্শাল,
ওয়াইওমিংয়ের সিনথিয়া লুমিস ও ফ্লোরিডার সিনেটর রিক স্কট। বুধবার রাতে
সিনেটে অধিবেশন পুনরায় শুরু হওয়ার পর মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের
ক্যাপিটলে আজকের দিনটি একটি কালো দিন হিসেবে উল্লেখ থাকবে।’