চান্দিনা পৌরসভার উন্নয়নে নৌকায় ভোট চাইলেন আ’লীগ প্রার্থী
Published : Friday, 8 January, 2021 at 12:00 AM
বিশেষ প্রতিবেদক।
জমে উঠেছে কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচন। প্রার্থীদের প্রচারণায় সরব চান্দিনা পৌর এলাকা। প্রচারণার সাথে চান্দিনা পৌরসভার উন্নয়নে নৌকার ভোট চাইলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূইয়া।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) সকালে তিনি চান্দিনা বাজারের বণিক সমিতির সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। নৌকাকে বিজয়ী করতে বাজারের সকল ব্যবসায়ী সমাজের সহযোগিতা চান তিনি। পরে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাজারের ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরে ভোট ও সকলের দোয়া প্রার্থনা করেন।
চান্দিনা বণিক সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ ভূইয়া, মুদি সমিতির সভাপতি বাহারুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সাহা, কাপড় সমিতির সাংগঠনিক সম্পাদক রতন দেবনাথ, ওষুধ সমিতির সাধারণ সম্পাদক বাদল কর, তরকারি সমিতির সভাপতি ফারুক হোসেন, ব্যসায়ী নেতা ইব্রাহীম, জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ।
এদিকে, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে প্রার্থী শওকত হোসেন ভূইয়া সকাল হতে রাত অবধি ঘুরে বেড়াচ্ছেন চান্দিনা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড, দোকান-পাট ও পাড়া-মহল্লায়। উঠান বৈঠক, পথসভা ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করায় চান্দিনা পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর গণজোয়ার সৃষ্টি হয়েছে। চান্দিনার রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনীতি করার সুবাদে অন্য রাজনৈতিক দল, গ্রুপ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার সাথে একাত্মতা করে মাঠে নেমেছেন।
প্রার্থী শওকত হোসেন ভূইয়া জানান- গণসংযোগে ভোটার ও সমর্থকদের ব্যাপক সাড়া পাচ্ছি। তবে আমার গণজোয়ার দেখে প্রতিপক্ষরা হিংসাত্ম হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার সাথে প্রতিদ্বন্দ্বি আরও চার প্রার্থী রয়েছেন। সকলেই নিজ নিজ ভাবে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারপরও বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। নৌকার বিরুদ্ধে প্রশাসনকে ক্ষেপিয়ে তোলতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা। আমি আমার জনগণকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করে ১৬ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে আহবান জানাচ্ছি।