কুমিল্লার বুড়িচংয়ে বিষপানে সাথ সন্তানের জনক এক বৃদ্ধের আত্মহত্যার খবর
পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে গতকাল ৭ জানুয়ারি বেলা ২ ঘটিকার সময়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- বুড়িচং খাড়াতাইয়া গ্রামের মৃত: ছমির
উদ্দীনের ছেলে মো. শামসুল হক (৬৫) বার্ধক্যজনিত কারণে অনেকটা মানসিক
ভারসাম্যহীন অবস্থায় দিনাতিপাত করে আসছিলেন। মানসিক ভারসাম্যহীন অবস্থার
পাশাপাশি গত ১০ দিন পূর্বে গত ২৮ ডিসেম্বর রাতে তার পরিবারের সাথে
পারিবারিক বিষয়াদি নিয়ে ও কথা কাটাকাটি হয় বলে জানা যায়। এক পর্যায়ে
উক্ত কথাকাটিকে কেন্দ্র করে সে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার উদ্দেশ্যে
বিষপান করে ছটফট করতে থাকে । তাৎক্ষনিক পরিবারের লোকজন টের বয়োবৃন্ধ
শামসুল হকের ছটফট অবস্থা দেখে তাৎক্ষনিক তাকে কুমিল্লা মুন হাসপাতালে
চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে ১০ দিন চিকিৎসার পর ও কোন বিষক্রিয়া
থেকে তিনি মুক্ত হতে না পেরে গতকাল ৭ জানুয়ারি বেলা ২ ঘটিকার সময় সে
মৃত্যুবরণ করে । পরে ঐখান থেকে তার লাশ বাড়িতে নিয়ে এলে খবর পেয়ে বুড়িচং
থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট
তৈরী শেষে তাকে মর্গে প্রেরণের ব্যবস্থা করেন। সে ৫ মেয়ে ২ ছেলের জনক ছিল।
মৃত্যুকালে সে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। এ
রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাত সন্তানে জনক বৃদ্ধের এহেন আত্মহত্যার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
করেছে।