"এসেছে শত পুষ্পের দল, করছি তাদের বরণ; সবাই আসবে দলে দলে , করবে সবই জয়" প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্রের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তন) অংশগ্রহণে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্রের সভাপতি সানজিদা ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানভীর আহমেদ খান। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীও অংশগ্রহণ করেন।
নবীনবরণে শিক্ষকরা শিক্ষার্থীরা কেন অনুপ্রাসে আসবে, কিভাবে শিক্ষার্থীরা অনুপ্রাস সংগঠনের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে ইত্যাদি বিষয় তুলে ধরেন৷
এসময় বাচনিক উৎকর্ষতা অর্জনের জন্য কন্ঠ চর্চার বিকল্প না থাকার বিষয়টিও শিক্ষকদের বক্তব্যের মাধ্যমে উঠে আসে।
নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, নৃবিজ্ঞানের সহকারী অধ্যাপক বিজ্ঞান বিভাগ এন. এম.রবিউল আউয়াল চৌধুরী, সহকারী অধ্যাপক হাসেনা বেগম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলাম ও অনুপ্রাসের প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ৷