ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে যুবলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: আল-আমিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে যুবলীগ।
শনিবার দুপুর ১২ টায় দাউদকান্দি আ'লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী যুবলীগ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: তরিকুল ইসলাম নয়ন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমানউল্লাহ আমান, ফ্রান্স আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আল-আমিন চৌধুরী ও মুরাদ চৌধুরী সুমন।
বক্তারা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আল -আমিনের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।
আল-আমিনের স্ত্রী শামীমা বেগম জানান, আমার স্বামীর বিরুদ্ধে  নির্দিষ্ট মামলা নাই।
সিআইডি পুলিশ ২০১৬ সালের ১২ জুনের একটি হত্যা মামলায় সংশ্লিষ্টতা আছে দেখিয়ে ৬ জানুয়ারী তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। আমি তার নি:শর্ত মুক্তির দাবি করছি।
তিনি বলেন,আমার স্বামী আসন্ন ইউপি নির্বাচনে সদর উত্তর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। আমি আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার চাই।