রাজধানীতে সাপের বিষসহ গ্রেফতার পাঁচ জন রিমান্ডে
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
রাজধানীর
খিলগাঁও তালতলার বি-ব্লকের একটি বাসায় ৮৫ কোটি টাকার সাপের বিষসহ
চোরাচালান চক্রের গ্রেফতার পাঁচ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন
আদালত। শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির
আহসান চৌধুরী শুনানি শেষে আসামিদের রিমান্ডের এই আদেশ দেন।
রিমান্ড
প্রাপ্ত আসামিরা হলো: শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও
মোকলেসুর রহমান। এই দিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির
করেন। একই সঙ্গে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে
বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য
নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, উদ্ধার করা সাপের বিষ ফ্রান্স থেকে
ঢাকায় আনা হয়েছিল। যা অন্য কোনও দেশে পাচার করার জন্য বাংলাদেশকে রুট
হিসেবে ব্যবহার করা হচ্ছিলো। পাচার চক্রের কাছ থেকে মোট ১২ পাউন্ড সাপের
বিষ, ছয়টি টেস্টিং কিট ও আন্তর্জাতিক ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে। বিশেষ
গোষ্ঠীর কাছে ব্যাপক চাহিদা থাকায় চক্রটি সাপের বিষ চোরাচালান করে থাকে বলে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
জানা গেছে, এর আগেও বাংলাদেশকে
চোরাচালান চক্রটি রুট হিসবে ব্যবহার করেছে। জব্দ করা বিষ তরল, ক্রিস্টাল ও
পাউডার আকারে আনা হয়েছিল। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে
দেখছে র্যাব।