ইবিতে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা শুরু
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
ইসলামী
বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও
মাস্টাসের্র চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী
শীতকালীন ছুটির পর এ পরীক্ষা শুরু হলো।
প্রাথমিকভাবে এ চূড়ান্ত পরীক্ষা
শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ।
পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ এ পরীক্ষা গ্রহণ করবে।
শনিবার (৯ জানুয়ারি)
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ফলিত পুষ্টি ও খাদ্য
প্রযুক্তি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা-২০১৯ চলাকালে হল
পরিদর্শনে যান। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করায় সন্তোষ
প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের ধন্যবাদ জানান।
হল পরিদর্শনকালে
উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, প্রক্টর
অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন ও বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আবুল কাশেম
প্রমুখ।
পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৫-২০১৬ সেশনের ৪র্থ
বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০১৯ এর ৬টি কোর্সের পরীক্ষা হওয়ার পর করোনা মহামারির
কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হলে অবশিষ্ট ৩টি পরীক্ষা স্থগিত করা হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত
অনুযায়ী পুরোপুরি সরকারি স্বাস্থ্যবিধি মেনে বাকি পরীক্ষাগুলো নেয়া হচ্ছে।
পরীক্ষায় ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।