ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৮৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার : পাঁচজন রিমান্ডে
Published : Sunday, 10 January, 2021 at 12:00 AM
রাজধানীর রামপুরা থেকে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধারের ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক পাচার চক্রের পাঁচ সদস্যকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।
শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেক আসামির সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। এ সময় জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ জানতে পারে- রামপুরা থানার নতুন বাগ ১ নম্বর লোহার গেট এলাকার ঘ-১ নম্বর বাড়িতে একটি চক্রের সদস্যরা বিপুল পরিমাণ সাপের বিষ হাতবদল করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে র্যাব অভিযান পরিচালনা করেন।
এ সময় চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিট, সিডি, একটি ম্যানুয়েল উদ্ধার করা হয়। এই সাপের বিষের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক এক কোটি মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮৪ থেকে ৮৫ কোটি টাকা।